ইতালির মাউন্ট ইতনা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির একটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। সিসিলি ইতালির অন্যতম পর্যটন এলাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, ইতনায় অগ্ন্যুৎপাতের কারণে ছাই ছড়িয়ে পড়ছে। রাত আটটা পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, উড্ডয়ন ও অবতরণ দুপুর একটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরে এই সময় বাড়ানো হয়।
ক্যাটানিয়ার মেয়র মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচল আগামী দুই দিনের জন্য নিষিদ্ধ করেছেন। কারণ অগ্ন্যুৎপাতরে কারণে ছাইয়ের আস্তরণে বেশ কিছু এলাকা ছেয়ে আছে।