এপ্রিল ৭, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
ঈদের ছুটি উদযাপন করতে সিঙ্গাপুর গিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে রয়েছেন তার স্বামী ও বাবা-মা। থাকবেন এক সপ্তাহ। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম।
আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। মিম জানান, এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।