এপ্রিল ১২, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ
বলিউড বাদশা শাহরুখ খান। প্রতি বছর ঈদে তার মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হন হাজার ভক্তরা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার আকাঙ্ক্ষায় তার বাড়ির সামনে ভিড় জমান তারা। শাহরুখও তাদের মনের আশা পূরণ করেন। প্রতি ঈদেই দেখা দেন ভক্তদের। এ বছরও এর বিপরীত ঘটেনি। সেই পুরোনো স্টাইলেই হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সাদা পেশাকে নজ বাসস্থান মান্নাতের বারান্দায় হাজির হয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে চুমু খান শাহরুখ। এ সময় তার ছেলে আব্রামও ছিল। আব্রামও বাবার মতো ভক্তদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। বাবার মতো ছেলের পরনেও ছিল সাদা পোশাক।
এবারের ঈদে দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে কিং খান লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমার দিনটি এত বিশেষ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ।