চলমান রয়েছে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া। গত ১০ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট দুপুর পর্যন্ত সাতদিনে অনলাইনে ভর্তির আবেদন করেছেন ১১ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। যা এবার এসএসসি পাস শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। এর মধ্যে ১৫ আগস্ট আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। এছাড়া যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, তারা আগামী ২৮ আগস্টের পর প্রথম ধাপে আবেদনের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
অধ্যাপক তপন কুমার বলেন, ‘তিন ধাপে আবেদন নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা প্রথম ধাপেই বেশি আবেদন করেন। এক সপ্তাহে সাড়ে ১১ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, তারা ২৮ আগস্ট ফল পাবেন। তারা এখনো করেননি। তারা করলে প্রায় সব শিক্ষার্থীর আবেদন শেষ হতো বলা চলে।’
কেউ প্রথম ধাপে বাদ পড়লে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন বলেও জানান অধ্যাপক তপন কুমার সরকার।
তিন ধাপে আবেদন নেওয়ার পর ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ভর্তি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এবারো প্রথম ও দ্বিতীয় ধাপে মাইগ্রেশনের সুযোগ থাকছে। এবার সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা।