এশিয়া কাপ শেষ না হতেই যে কারণে ঢাকায় সাকিব-মুশফিক

এশিয়া কাপ শেষ না হতেই যে কারণে ঢাকায় সাকিব-মুশফিক

খেলা

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম। নিজের দ্বিতীয় সন্তানের আগনের অপেক্ষায় জন্য ঢাকায় ফিরছেন এই উইকেট-কিপার ব্যাটার। শুধু মুশফিকেই নয়, তার সঙ্গে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে কি কারণে দেশে ফিরছেন তিনি। এটা এখনো জানা যায়নি।

এশিয়া কাপে টাইগারদের শেষ ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ভারত। তার আগে ১৩ সেপ্টেম্বর ঢাকার বিমান ধরার কথা রয়েছে সাকিব-মুশফিকের দুজনের।

মুশফিকের বিষয়ে আগেই জানা গেলো, সাকিবের বিষয়ে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র পরিবারকে সময় দিতেই ঢাকায় আসবেন টাইগার এই অলরাউন্ডার। এই মুহূর্তে ঢাকায় আছে পরিবার। সাকিবও তাই ঢাকার বিমানই ধরেছেন।

গুঞ্জন আছে, ঢাকায় না এলেও এই সময়টায় শ্রীলংকা থাকা হতো না সাকিবের। বিশেষ কাজে নাকি দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সুপার ফোরে দল ছন্দে নেই। অধিনায়ক সাকিবেরও তাতে স্বস্তি পাওয়ার কথা না। সঙ্গত কারণে দুবাই সফর বাদ দিয়ে ঢাকায় এসেছেন তিনি। যদিও এর কোনোটিই শতভাগ নিশ্চিত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *