অক্টোবর ৩০, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
বান্দরবানে ছবির শুটিংয়ে গিয়ে সাপের দংশনে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ‘ডেড বডি’ ছবির পরিচালক এমডি ইকবাল।
রোববার দুপুরে ওমর সানীকে দংশন করে সাপ। পরে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এমডি ইকবাল পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘কিল হিম’। এ ছবিতে অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করেছিলেন। এবার তার পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ ছবিতে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় ছবিটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।
‘ডেড বডি’ ছবি প্রসঙ্গে এমডি ইকবাল বলেন, এটি আধুনিক একটি ভৌতিক ঘরানার ছবি। তবে এর মাঝে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই থাকবে। এটার যে গল্প, বাংলাদেশে এ ধরনের গল্প নিয়ে কখনো ছবি তৈরি হয়নি। অনেক দিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছি। ছবিতে চরিত্র অনুযায়ী কাস্টিং করেছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।