কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরানের দল পিটিআই সর্বাধিক আসনে বিজয় পেলেও কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড, এর কিছুদিন পরই দুর্নীতির মামলায় ১৪ বছর ও সর্বশেষ বিবাহ আইন ভঙ্গের দায়ে ইমরান খানকে ৭ বছরের কারাণ্ড দেয় রাওয়াল পিন্ডির একটি আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *