জানুয়ারি ৫, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।
কূটনীতিকদের নিয়ে সংবাদ সম্মেলন শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হয়তো ওনাদের অন্য কোনো…আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি। আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে, আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশির ভাগ আসছে। আমার মনে হয় ৫০–এর মতো হবে।’
ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি। আজ যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন কিছু নেই। শুধু তারা আমাদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।’
আখিম ট্রোসটার আরও বলেন, ‘শুরু থেকেই আমার মনে হয়েছে, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবচেয়ে ভালো কিছু করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে তারা এটাও ঠিক বলেছে যে (নির্বাচনকে ঘিরে) রাজনৈতিক পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।’