মার্চ ২৩, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন (কেট মিডলটন)। তবে ক্যান্সার প্রাথমিক স্তরে আছে। তার চিকিৎসা চলছে।
শুক্রবার এক ভিডিও বার্তায় নিজেই অসুস্থতার খবর জানান প্রিন্সেস অফ ওয়েলস।
ভিডিও বার্তায় কেট জানান, গত প্রায় এক বছর ধরে লন্ডনের একটি ক্লিনিকে তার পেটে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। অবশেষে জানা গেল, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
এই ঘটনাকে ‘শকিং’ বলেছেন ব্রিটিশ রাজবধূ। পাশাপাশি তিনি জানান, কেমোথেরাপি চলছে। এই অবস্থায় ছেলেমেয়েদের জন্য তিনি সর্বাধিক চিন্তিত।
রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ জানিয়েছেন বলে ভিডিও বার্তায় নিজেই বলেছেন কেট।