খাবার সংকটে গাজায় ইসরাইলি জিম্মির মৃত্যু

খাবার সংকটে গাজায় ইসরাইলি জিম্মির মৃত্যু

আন্তর্জাতিক

মার্চ ২৫, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, খাদ্যের সংকটের কারণে না খেতে পেয়ে ৩৪ বছর বয়সি এই জিম্মির মৃত্যু হয়েছে।

গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। ওই সময় প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। নভেম্বরের শেষ সপ্তাহে শতাধিক জিম্মিকে মুক্তি দিলেও এখনো হামাসের হাতে ১৩০ জনেরও বেশি জিম্মি রয়ে গেছে।

ভিডিওটির শিরোনামে হামাস লিখেছে, যদিও সে (জিম্মি) ইসরাইলি বাহিনীর হামলা থেকে বেঁচে ছিল। কিন্তু খাবার ও ওষুধ সংকট থেকে সে বাঁচতে পারেনি। অবরোধের কারণে গাজার মানুষ যেরকম খাবার ও ওষুধের সংকটে পড়েছে, তোমাদের জিম্মিদেরও এতে ভুগতে হবে।

যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় খাবার থেকে ওষুধ কোনো কিছু প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল ত্রাণ এলেও সেগুলো পাচ্ছেন না গাজার মানুষ। এতে করে অনাহারে থাকছেন বেশিরভাগ মানুষ।

মিসরের সিনাইয়ের আঞ্চলিক গভর্নর মোহাম্মদ সুসা বলেছেন, মিসরে এখন ত্রাণবাহী ৭ হাজার ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে দখলদার ইসরাইল এসব ত্রাণ আটকে রেখেছে। তারা বলছে আগে এগুলো তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর ত্রাণগুলো গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। আর ইসরাইলিদের কারণে এখন ত্রাণবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। তারা দাবি করেছে খাবার, ওষুধ এবং আশ্রয়ের উপকরণ প্রবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

গতকাল শনিবার মিসরের রাফাহ সীমান্তে যান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি তার বক্তব্যে বলেন, গাজাকে ত্রাণ দিয়ে ভাসিয়ে দেওয়ার সময় এখন। এছাড়া তিনি অভিযোগ করেন ত্রাণ আটকে রেখে ইসরাইল সবার মধ্যে ক্ষোভের সঞ্চার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *