গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১৩

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক

মার্চ ১০, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিচ্ছিন্ন উত্তর গাজায়, অপুষ্টিতে আরও একজন শিশু এবং একজন যুবতীর মৃত্যু হয়েছে। ফলে গাজয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে।

এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানায়, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের আগে একটি বার্তায় ইসরায়েলের মিত্রদের জানিয়েছে “গাজার উপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করার” আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি আলোচনা চলছে।

গত ৭অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। হতাহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *