ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১৮ বসতঘর। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ ৫ জন।
আহতরা হলেন- মোহাম্মদ জামাল, মোহাম্মদ হেলাল ও ৩ শিশু। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মোহাম্মদ জামাল, মোহাম্মদ হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার, আব্দুস সত্তার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আমির, মোহাম্মদ জসিম, কাইয়ুম, মোহাম্মদ সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মোহাম্মদ ইউসুফের পরিবার।
স্থানীয় ইউপি সদস্য ইসহাক বলেন, গতকাল রাতে আমার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হন। তারা চমেকে ভর্তি রয়েছে।