ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ণ
সব ঠিক থাকলে হয়তো আরও পরে মাঠে নামতেন মোহামেদ সালাহ। দিয়োগো জোতার চোটে বদলি হিসাবে তাকে নামতে হলো আগেভাগেই।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ-ঝলকে ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দারউইন নুনেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহর পাস থেকে ব্যবধান বাড়ান আলেক্সিস মাক-অ্যালিস্টার। ৬৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সালাহ নিজেই। ৭৫ মিনিটে ব্রেন্টফোর্ড ব্যবধান কমালেও ৮৬ মিনিটে গাকপোর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
এই জয়ে ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ৫৭। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি।