‘টাইমড আউট’ ইস্যুতে মুখ খুললেন টাইগার কোচ

‘টাইমড আউট’ ইস্যুতে মুখ খুললেন টাইগার কোচ

খেলা

নভেম্বর ৮, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

‘টাইমড আউট’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউটের আবেদন করে আলোচনা-সমালোচনার জন্ম দেন টাইগার দলপতি। এরপর থেকেই বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেরিতে মাঠে প্রবেশ করায় ‘টাইমড আউটের’ শিকার হন ম্যাথিউজ। মূলত সাকিবের আবেদনের প্রেক্ষিতেই লংকান ব্যাটারকে আউট দেন ফিল্ড আম্পায়ার ইরাসমাস। তাতে কোনো বল মোকাবিলার আগেই মাঠ ছাড়তে হয় ম্যাথিউজকে।

অবশ্য সাকিবের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ডোনাল্ড। ডোনাল্ড বলেন, ‘ক্রিকেট মাঠে আমি এমন কিছু দেখতে চাই না। আমার ইচ্ছে করছিল মাঠে ঢুকে বলি যা হয়েছে যথেষ্ট। আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব।’

‘টাইমড আউট’ ব্যাপারটা ক্রিকেটের চেতনার বাইরে বলেও মনে করেন ডোনাল্ড। শ্রীলংকা ম্যাচে ম্যাথুসের সঙ্গে যেটি ঘটেছে সেটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না টাইগারদের পেস বোলিং কোচ।

তিনি বলেন, ‘আপনি এই খেলার প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। কিন্তু আমি এমন জিনিস দেখতে চাই না। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না।’

টাইমড আউটের ঘটনা বাংলাদেশের পারফরম্যান্সকেও মলিন করে দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আমার মনে হয় টাইমড আউটের কারণে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স মলিন হয়ে গেছে। সত্যি বলতে আমি এখনো একটু হতভম্ব। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে এটি আসলে আমার মূল্যবোধের ব্যাপার। আমার গোটা জীবনে আমি এমন কিছু দেখিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *