টানা ১২৭ ঘণ্টা গান গেয়ে নতুন রেকর্ডের পথে এই শিল্পী

টানা ১২৭ ঘণ্টা গান গেয়ে নতুন রেকর্ডের পথে এই শিল্পী

চিত্র-বিচিত্র

ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

টানা পাঁচ দিন ধরে অর্থাৎ ১২৬ ঘণ্টা ৫২ মিনিট গান গেয়ে নতুন রেকর্ডের পথে ঘানার এক সংগীতশিল্পী। তার নাম আফুয়া আসাতেওয়া।

আফ্রিকার দেশটির রাজধানী আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভেন্যুতে বড়দিনের প্রাক্কালে তিনি গান গাওয়া শুরু করেন। এই ম্যারাথন সংগীত পরিবেশন শেষ হয়েছে শুক্রবার (২৯ ডিসেম্বর)।

বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী আফুয়ার দুটি সন্তান রয়েছে। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব ও উদ্যোক্তা। সাবেক এই বিউটি কুইন ১২৫টি গানের সংগ্রহ থেকে গান করেছেন।

আসাতেওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নীতি অনুযায়ী প্রতি চার ঘণ্টা পর ২০ মিনিটের বিরতি বা প্রতি ঘণ্টায় ৫ মিনিটের বিরতি নিয়েছেন।

সংগীত পরিবেশনের সময় শীর্ষ রাজনীতিবিদ, শিল্পী, সাংবাদিকসহ হাজার হাজার দর্শক সেখানে গিয়ে তাকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তিনি প্রশংসায় ভাসছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া আসাতেওয়ার প্রশংসা করে বলেন, তিনি অনেক আবেগ ও দৃঢ় সংকল্প দেখিয়েছেন।

এর আগে দীর্ঘতম সময় ধরে সংগীত পরিবেশনের বিশ্বরেকর্ড ছিল ভারতীয় শিল্পী সুনিল ওয়াঘমারের দখলে। ২০১২ সালে তিনি টানা ১০৫ ঘণ্টা গান করেছিলেন। এবার ১২৬ ঘণ্টা ৫২ মিনিট গান গেয়ে এর তথ্যপ্রমাণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন আসাতেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *