জানুয়ারি ৪, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম তিন অধিনায়কের যুগে প্রবেশ করল শ্রীলংকা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে বুধবার তিন সংস্করণের জন্য তিন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেন শ্রীলংকার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।
টেস্টে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন ৩২ বছর বয়সি ব্যাটিং অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিন ও টি ২০ দলের নেতৃত্বে ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গার নেতৃত্বে খেলবে শ্রীলংকা। আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণের নেতৃত্বে থাকবেন মেন্ডিস।