বিয়ের পাঁচ বছর পেরোতেই বাবা-মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এরইমধ্যে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়েছে রণবীর-দীপিকার অনাগত সন্তান ছেলে না মেয়ে তা নিয়ে। ভক্তদের এ সংশয় দূর করে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকার স্বামী রণবীর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিমান বন্দরে আসা-যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে দীপিকার। ওই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে দীপিকার কোনো বেবি বাম্প নেই।
এরপর থেকেই নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পড়ে সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। তাহলে ছেলে না মেয়ে সন্তানের মা হচ্ছেন এ সেলিব্রেটি দম্পতি? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় রণবীরকে।
এমন প্রশ্নের উত্তরে রণবীর সারোগেসির প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছ-বিচার কি করি আমরা? নিশ্চয়ই না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি। ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসব।
যদিও গত বছর এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, সংসারে দীপিকার মতো একটি কন্যা সন্তান চান তিনি। তবে ছেলে সন্তানের বাবা হলে তার নাম রাখার ইচ্ছা রয়েছে শৌর্যবীর সিং।