নভেম্বর ২৬, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
একই সঙ্গে সিনেমা হল এবং ওটিটি দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত মাসেই তার অভিনীত ‘মুজিব’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপরই শুরু করেছেন নতুন প্রজেক্টের কাজ।
সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজে শুটিং শুরু করেছেন তিনি। রাহুল মুখার্জি পরিচালিত এ সিরিজের নাম ‘লহু’। এ সিরিজের শুটিংয়ের জন্যই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শুভ।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিরিজটির গল্প পাহাড়ি অঞ্চলের একটা সক্রিয় গোষ্ঠীকে নিয়ে। থ্রিলারধর্মী এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে।
এ সিরিজে অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়। স্ক্রিপ্ট পড়ে, পরিচালকের সঙ্গে কয়েকদফায় মিটিং করে চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করেছি।’
এদিকে, ‘লহু’র পাশাপাশি একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে শুভ। মিঠু খান পরিচালিত এ সিনেমার নাম ‘নীলচক্র’। জানা গেছে, এ সিনেমার শুটিং শুরু হবে শিগ্গির।