জানুয়ারি ৮, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।এরপর গণনা শেষে প্রাপ্ত ফলাফলে রাজনীতির মাঠে নানা কারণে আলোচনায় থাকা অন্তত ১৮ জন হেভিওয়েট প্রার্থী ধরাশায়ী হয়েছেন এবার।
রোববার ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, রাজশাহীর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। যিনি একাদশ সংসদের সংসদ সদস্য।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে হেরেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের ঈগল প্রতীকের কাছে হেরে গেছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. আবদুস সোবহান গোলাপ।
পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে ভোট করে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের (ঈগল) কাছে।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই আসনে বিজয়ী হয়েছেন।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার প্রার্থী অসীম কুমার উকিল হেরেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাক প্রতীকের কাছে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এবারো নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে বিপুল ভোটে হেরেছেন তিনি।
মানিকগঞ্জ-২ আসনে এবারো নৌকা নিয়ে ভোট করেছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। কিন্তু স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন টুলুর কাছে হেরেছেন তিনি।
যশোর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পরাজিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে।
রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক নেতা মসিউর রহমান রাঙ্গা পরাজিত হয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান।
বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) আসনে নৌকার পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে।
পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ।
পিরোজপুর-৩ আসনে প্রবীণ সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কাছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মৃণাল কান্তি দাস হেরেছেন স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কাছে।