জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ১৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল।
শনিবার হায়দরাবাদ টেস্টের তৃতীয়দিন শেষ করেছে তারা ছয় উইকেটে ৩১৬ রানে। চার উইকেট হাতে রেখে নিয়েছে ১২৬ রানের লিড। ভারতের বোলারদের হতাশ করে ২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত পোপ। রেহান আহমেদ ব্যাট করছেন ১৬ রানে।
প্রবল চাপের মুখে আক্রমণাÍক ব্যাটিং করেছেন পোপ। তার ১৭ চারে উলটো চাপে পড়ে যান অশ্বিন, জাদেজারা। ষষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে তার ১১২ রানের জুটিতেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
ফোকস ৩৪ রানে আউট হলেও একপ্রান্তে অবিচল থেকে পোপ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। জাসপ্রিত বুমরা ও অশ্বিন নেন দুটি করে উইকেট।
এর আগে সাত উইকেটে ৪২১ রানে তৃতীয়দিন শুরু করা ভারতের প্রথম ইনিংস থামে ৪৩৬ রানে। রবীন্দ্র জাদেজা ৮৮ ও অক্ষর প্যাটেল আউট হন ৪৪ রানে। ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও চার উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জো রুট।