ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইলের যে প্রচেষ্টা নাকচ করল সৌদি

ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইলের যে প্রচেষ্টা নাকচ করল সৌদি

আন্তর্জাতিক

অক্টোবর ২২, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরাইলি প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে সৌদি আরব।

শনিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই ‘হৃদয়বিদারক’। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য ‘দ্রুত পদক্ষেপ’ দরকার। একই সঙ্গে তিনি গাজায় ইসরাইলি সামরিক উপস্থিতি প্রত্যাহারের কথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সবসময়ই তাদের পাশে আছে সৌদি আরব।

সম্মেলনে তিনি উভয়পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।

হামাসের হামলায় ইসরাইলের এক হাজার ৪০০ নিহত হন। এর জের ধরে ইসরাইলের পালটা হামলায় চার হাজার ৩৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *