জানুয়ারি ১২, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
আবারও ভারতে মেয়েদের ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ভারতের ক্লাব কিকস্টার্ট এফসি তাকে প্রস্তাব দিয়েছে। ক্লাবটি কর্নাটক রাজ্যের।
এর আগে ভারতের নারী ফুটবল লিগের ক্লাব সেথু এফসিতে তিনি খেলেছিলেন ২০১৮ সালে। মালদ্বীপের ক্লাব ডিফেন্স ফোর্স ও আর্মি এফসিতেও খেলেছেন।
সাবিনার নতুন ক্লাব কিকস্টার্ট তিনবার কর্নাটক নারী লিগের শিরোপা জিতেছে। ভারতের নারী ফুটবল লিগে দুবার কোয়ালিফাই করে ক্লাবটি। ২০২২-২৩ মৌসুমে হয় রানার্সআপ।