ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার তথা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। দলীয় এই লড়াই ছাপিয়ে সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বৈরথে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, ‘দুজন অবশ্যই বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার। দুজন দুই দলে খেলে। দুজনই চাইবে নিজের দলকে জেতাতে। এই টুর্নামেন্টে দুজনই ভালো ক্রিকেট খেলছে। তাই যে ভালো খেলবে, তার দল জিতবে।’
রংপুরের কোচ সোহেল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার বলার কিছু নেই। এটা নিয়ে একদমই চিন্তা করি না। আমার দল নিয়ে চিন্তা করি। দলের মধ্যে সাকিবও একটা অংশ। প্রতিপক্ষ দলে যে তামিম আছে, সেও তাদের দলের অংশ। দলের পারফরম্যান্সে ক্রিকেটার কিভাবে প্রভাব রাখতে পারবে, সেটা নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই এখানে।’
এর আগে প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে একটি করে জয় পায় বরিশাল ও রংপুর।