বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শোনালেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের একটি পঙক্তি গেয়ে শোনান।
‘চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি’ পঙক্তিটি গেয়ে শোনান ফ্রান্সের প্রেসিডেন্ট।
সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে রাষ্ট্রীয় এ নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় পৌঁছানোর পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
রোববার রাত ৮টা ১০ মিনিটে নয়াদিল্লি থেকে তাকে বহনকারী প্লেনটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।