বাসভবনকে সাব-জেল ঘোষণা: বাড়িতেই বুশরা বিবির কারাবাস

বাসভবনকে সাব-জেল ঘোষণা: বাড়িতেই বুশরা বিবির কারাবাস

আন্তর্জাতিক

ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বাসভবনকে আনুষ্ঠানিকভাবে ‘সাব-জেল’ ঘোষণার পর বাড়ি ফিরেছেন তিনি। বাড়িতেই তিনি কারাবাস করবেন।

তোশাখানা মামলার রায়ে বুধবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড ও ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করার পর কর্তৃপক্ষের কাছে তিনি নিজেকে সোপর্দ করেন।

এছাড়া মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বিশেষ আদালতে সাইফার মামলায় (রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস) ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে তোশাখানা মামলায় ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

সরকার বুধবার বলেছে- বুশরা বিবিকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের উপকণ্ঠে তার বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে ইসলামাবাদ ক্যাপিটল টেরিটরির চিফ কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দণ্ডিত বুশরা বিবির বাসভবনকে সাব-জেল হিসেবে ঘোষণা দেয়।

খানের বাসভবনটি রাজধানীর প্লাশ বানিগালা এলাকায় কংক্রিটের উঁচু দেয়াল ঘেরা বড় কম্পাউন্ডের ভেতর অবস্থিত।

তোশাখানা বিতর্ক শুরু হয় ২০২১ সালে, যখন জানা যায়- ইমরান ও তার স্ত্রী রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশি বিশিষ্টজনদের দেওয়া বিভিন্ন উপহার কিনে পরে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দিয়েছেন।

অক্সফোর্ড থেকে ডিগ্রিপ্রাপ্ত ও সাবেক ক্রিকেটার ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *