মার্চ ২৪, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
বেশ কয়েক বছর একসঙ্গে ক্রিকেট খেলেছেন দুজন। এমএস ধোনির সম্পর্কে অজানা একটি কথা ফাঁস করলেন শচীন টেন্ডুলকার। জানালেন, বিমানে উঠলে কিছুতেই তার পাশে ধোনি বসতে চাইতেন না। কেন এই কাজ করতেন ধোনি সেটাও উল্লেখ করেছেন শচীন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথমে বুঝতে পারতাম না। দলের কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছিল, যেহেতু বেশিরভাগ সময়ে বিমানে ধোনির আসন পড়ত আমার পাশেই, ও অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সেটা বদলে নিত।’ কারণ ব্যাখ্যা করে শচীন বলেন, ‘কয়েক বছর বিমানে ও আমার পাশে বসেইনি। পরে ব্যাপারটা বদলাতে শুরু করে। আমি জানতাম না ও এতটা লাজুক। এজন্য নাকি আমার পাশের আসনে বসতে চাইত না।’