ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ণ
সহশিল্পী অজয় দেবগানের সঙ্গে কাজর গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। এই তারকা দম্পতির ২৫তম বিবাহবার্ষিকী ছিল গত শনিবার। বিয়ের আগে অজয়কে বন্ধুর তালিকাতে ফেলে রেখেছিলেন কাজল।
প্রথম দেখায় অজয় সম্পর্কে আপনার কী ধারণা হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘আমার মনে হয়েছিল, এ আবার কেমন লোক? কোনো কথা বলে না। আর সিগারেট খেয়ে চিমনির মতো ধোঁয়া ছাড়ে।’
তাহলে কাজল সেই অদ্ভুত লোকটার প্রেমে পড়লেন কীভাবে? কাজল আর অজয় বিয়ের আগেও কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। একটি ছবিতে অজয়ের সঙ্গে শট দেওয়ার মধ্যে কাজলের মনে হয়, অজয় তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো অংশ হতে যাচ্ছেন। কিন্তু তখনো এই নায়িকা জানতেন না, অজয়ই হবেন তাঁর জীবনসঙ্গী। কাজল বলেন, ‘আমি তখন অন্য একজনের সঙ্গে প্রেম করছিলাম। আর অজয়ের কাছ থেকে আমি তখন প্রায়ই প্রেমবিষয়ক নানা পরামর্শ নিতাম।’