বিরতির পর তীব্র যুদ্ধের হুমকি ইসরায়েলের

বিরতির পর তীব্র যুদ্ধের হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক

নভেম্বর ২৪, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

দীর্ঘ ৪৮ দিন পর শুরু হচ্ছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বিরতি। এ সাময়িক বিরতির পর যুদ্ধের তীব্রতা আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, বিরতির পর আরো অন্তত ২ মাস হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাবে ইসরায়েল।

ইসরায়েলভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিরতির সময় সংঘটিত হতে হয়ে শক্তি আরো বাড়াতে হবে। এ প্রস্তুতি পরবর্তী যুদ্ধের প্রস্তুতিকে আরো শানিত করতে কাজে লাগবে।

এছাড়া সেনাদের জন্য আরো সমৃদ্ধ অস্ত্রের ব্যবস্থার কথাও জানান তিনি।

ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। জিম্মি মুক্তির পর যুদ্ধ আরো প্রকট আকারে শুরু করা হবে। পরবর্তী জিম্মি মুক্তির প্রক্রিয়ায় কোনো সমঝোতা হবে না। চাপ প্রয়োগ করে সব জিম্মিকে মুক্ত করা হবে।

ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দেড় মাসে ১৪ হাজার ফিলিস্তিনি নিহতের পর কাতারের মধ্যস্থতায় জিম্মি হওয়া ৫০ ইসরায়েলির মুক্তির প্রতিশ্রুতিতে ৪ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দল। শক্রবার থেকেই ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, চুক্তি অনুযায়ী জিম্মি ১৩ নাগরিককে আজ মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *