জানুয়ারি ১২, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ
লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১০ সালে রানার্সআপ। ‘লাভ র্যাক্টেঙ্গেল’ ও ‘রেডিও চকলেট’ নাটকে অভিনয় করেছেন। এরপর চলচ্চিত্রে প্রবেশ করেন অভিনেত্রী মৌসুমী হামিদ।
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহের অন্ত নেই। তাদের প্রেম, বিয়ে-বিচ্ছেদ সবই জানতে চান অনুরাগীরা।
জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, অবশ্যই ভালো মানুষ হতে হবে। আমাকে বুঝবে, তেমন মানুষই জীবনসঙ্গী হিসেবে পছন্দ।
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা মৌসুমী হামিদ। গতকাল গায়েহলুদ হয়েছে, তার বিয়ের অনুষ্ঠান কাল।
নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাজের সূত্রে দুই বছর আগে তার সঙ্গে পরিচয় হয় হবু বর আবু সাইয়িদ রানার। পরিচয় থেকে প্রণয়ের পর এখন পারিবারিকভাবেই তাদের বিয়ে হচ্ছে।
রানাও শোবিজ অঙ্গনে কাজ করেন। ‘রূপকথা নয়’ নাটক ও ‘গুটি’ ওয়েবসিরিজের চিত্রনাট্য লিখেছেন রানা। এই দুটি প্রোডাকশনে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। লেখালেখির পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত রানা।
মৌসুমী হামিদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় আছে ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’।