ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান। সাইফের থেকে কারিনা ১০ বছরের ছোট। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় কটাক্ষ শুনতে হয় তাদের।
বিয়ের প্রায় ১২ বছর পার করেছেন তারা। বর্তমানে দুই ছেলে, তৈমুর আলি খান ও জেহকে নিয়ে সংসার তাদের। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার বিবেচনা করে বছরে তিন মাস কাজ থেকে বিরত থাকেন তারা।
কারিনা এবং সাইফ দুজনেই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা ব্যস্ততা থাকে তাদের। তবু শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো সব দিক বজায় রাখেন কারিনা। তার মধ্যে থেকে সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতে যান।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এ সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই। পুরো সময়টা ওদের দেই। তার কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভালো আর কিছু হতে পারে না।’