জানুয়ারি ১, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
শিগগিরই ৪৫তম বিসিএসের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হবে। চলতি জানুয়ারির শেষ সপ্তাহের দিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন নীতিনির্ধারক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, লিখিত পরীক্ষা সংসদ নির্বাচনের পর নেয়া হবে। তবে আমরা ধরে রেখেছি, জানুয়ারির শেষ দিকে এ পরীক্ষা নেয়া হবে। সেটা হতে পারে ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে। এ সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে পিএসসি।
গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। এর মধ্যে প্রকাশিত ফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৪ দশমিক ৭৭।