ডিসেম্বর ৩, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
ছোট থেকে বড়, নারী কিংবা পুরুষ প্রায় সবাই শীতের হাত থেকে রেহাই পেতে জ্যাকেট পরেন। কেউবা চাদরও গায়ে জড়ান। মোটা কাপর পরা হয়। তারপরও শীত জেঁকে বসে। এই সমস্যার সমাধানে বাজারে এলো ইলেকট্রিক গ্যাজেট। যা গায়ে পরলে শীত লাগবে না।
এই বৈদ্যুতিক জ্যাকেটটি সহজেই চার্জ হয়ে যায় এবং আপনি এটি ঘন্টার পর ঘন্টা পরে থাকা যায়। শরীরে কোনো রকম সমস্যা হয় না।
বৈদ্যুতিক জ্যাকেট কোথায় পাবেন?
এই বৈদ্যুতিক জ্যাকেট আপনি চার্জ করতে পারবেন। এর মানে হলো এই জ্যাকেটগুলো একবার চার্জ হয়ে গেলে গরম থাকে। এটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে জ্যাকেটটি বাইরে থেকে গরম হয় না। পরার সঙ্গে সঙ্গে শরীরকে গরম করে দেয়। আপনি ই-কমার্স সাইট প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কিছু বৈদ্যুতিক জ্যাকেট কিনে নিতে পারেন।
এই জ্যাকেটটি অ্যামাজন ডটকম ৫ হাজার টাকা খরচ করে কিনতে পারবেন।
তবে এই জ্যাকেটগুলো কেনার আগে, একবার তাদের ইউজার রিভিউ দেখে নিন। যদি সব কিছু ঠিক মনে হয়, তবেই কিনুন এবং থাকুন ঠান্ডা থেকে নিরাপদ।