শেষ হলো হজের নিবন্ধন, ৪৪ হাজার কোটা খালি

শেষ হলো হজের নিবন্ধন, ৪৪ হাজার কোটা খালি

জাতীয় স্লাইড

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

চার দফা সময় বাড়িয়েও সৌদি আরবের দেওয়া ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই শেষ হয়েছে এবারের হজের নিবন্ধন কার্যক্রম। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১২০ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নিবন্ধন শেষে এখনো ৪৪ হাজার ৭৮টি কোটা খালি রয়েছে। এ বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে সৌদি আরব।

২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ হয়। গতবারের তুলনায় এবার প্যাকেজের দাম ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে।

এ বছর হজের নিবন্ধন শুরু হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সেই সময় আরো দুই দফায় ১৮ জানুয়ারি এবং পরে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু তাতেও নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া পাওয়ায় তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয় নিবন্ধের সময়। চতুর্থ দফা সময় বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হতে পারে পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারো সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুটো হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *