সবচেয়ে কম সময় রোজা পালন করবে যেসব দেশ

সবচেয়ে কম সময় রোজা পালন করবে যেসব দেশ

ধর্ম স্পেশাল

মার্চ ১১, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশে রোজা পালনের সময় ঘোষণা করেছে। পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। পানহার থেকে বিরত থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে এক রকম নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের বিশ্বে এক এক জায়গায় একেক রকম।

এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে কম সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে—

এ বছর সবচেয়ে কম সময় না রোজা রাখবে ল্যাটিন আমেরিকার দেশ চিলির বাসিন্দাদের। সেখানে ১২ ঘণ্টা ৪৪ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।

এর পর ওয়েশিনিয়ার দেশ নিউজিল্যান্ডের রোজাদাররা কম সময় উপবাস থেকে রোজা পালন করবেন। সেখানে ১২ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।

অন্যদকে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দাদের উপবাস করতে হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *