সরকার নির্ধারিত খেজুরের দাম মানছেন না বিক্রেতারা

সরকার নির্ধারিত খেজুরের দাম মানছেন না বিক্রেতারা

অর্থনীতি স্লাইড

মার্চ ১৪, ২০২৪ ৬:৩০ পূর্বাহ্ণ

চলমান রমজানে খেজুরের দাম সহনীয় করতে দুটি ধরনের দাম বেঁধে দিয়েছে সরকার। অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করলেও বাজারে তার প্রভাব নেই। সবচেয়ে কম দাম ২০০ টাকায় খেজুর বিক্রি হচ্ছে কারওয়ানবাজারে।

বুধবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ২০০ টাকার নিচে কোনো খেজুরই নেই বাজারে। মাঝারি মানের খেজুর কিনতেও গুনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

অতি সাধারণ ও নিম্নমানের খেজুর হিসেবে পরিচিত বাংলা খেজুর দোকানভেদে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। আর ইরাকের জাইদি খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামের ব্যাপারে কিছু জানেন না তারা। বুধবার বিকেলে নতুন পণ্য আসলে তখন দাম হেরফের হতে পারে।

তাদের দাবি, বেশি দামে খেজুর কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *