অক্টোবর ১৫, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সেদিন বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। সেই ম্যাচে ইনজুরিতে পড়ার পর অধিনায়ক সাকিব আল হাসানের স্ক্যান করা হয়েছিল। রিপোর্ট হাতে পেলেও বিসিবি থেকে আসেনি স্বস্তির খবর।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, আগামী ম্যাচগুলোর জন্য সাকিবের ফিটনেস পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার (১৪ অক্টোবর) সাকিবের চোট নিয়ে এক বিবৃতি প্রকাশ করে বিসিবি।
শনিবার রাতে পাঠানো বিবৃতিতে ফিজিও বলেন, ‘ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর তিনি ফিল্ডিং করেন এবং ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। আগামী ম্যাচগুলোর পূর্বে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর বাংলাদেশ দল বর্তমানে রয়েছে পুনেতে। সেখানেই স্বাগতিক ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।