ডিসেম্বর ৫, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউড অভিনেতা অজয় দেবগন। এ সিনেমায় আবারও ভরপুর অ্যাকশনে দেখা যাবে এ অভিনেতাকে। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাÍক আহত হলেন অজয়।
আচমকা ব্যথা পাওয়ায় শুটিংয়ের মাঝে শুধু কয়েক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। শুটিং সেটেই ডাক্তার এসে চিকিৎসা করেন। শুটিং শেষে হোটেলে ফিরে অজয় বুঝতে পারেন আঘাতটা মারাÍক। কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে বলে সেটি প্রকাশ করেননি।
প্রসঙ্গত সিংহামের তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়–কোন। আরও দেখা যাবে রণবীর সিং ও অক্ষয় কুমারকে।