১০ ইউনিটের চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

১০ ইউনিটের চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

দেশজুড়ে স্লাইড

মার্চ ১২, ২০২৪ ৫:০৮ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এই সময়ের মধ্যে মার্কেটের প্রায় সব দোকানই পুড়ে গেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ১১ নং সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে। তবে কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। একপর্যায়ে সেখানে ১০ ইউনিট কাজ শুরু করে। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে কাঁচাবাজারে আগুন লাগে। এখানে মুদি, ফার্নিচারসহ লেপ-তোশকের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

তারা জানান, প্রথমে কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। এরপর সবাই আগুন নেভাতে কাজ শুরু করার পরই এটি বড় আকার ধারণ করে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা মালপত্র বের করার চেষ্টা করেছেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি থাকায় খুব বেশি কিছু বের করতে পারেননি। তাদের প্রায় সব মালই পুড়ে গেছে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *