২২ বছরের তরুণের পাঁচ স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা!

২২ বছরের তরুণের পাঁচ স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা!

চিত্র-বিচিত্র স্পেশাল

জানুয়ারি ২২, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

নিউইয়র্কের তরুণ জেডি উইল। বয়স ২২ বছর। এই বয়সেই পাঁচজন নারীর স্বামী তিনি। আরও অবাক করার বিষয় হলো, একসঙ্গে তার পাঁচ স্ত্রী-ই অন্তঃসত্ত্বা। স্ত্রীদের নিয়ে বেবি শাওয়ারের আয়োজন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। বিস্ময় প্রকাশ করেছেন ইন্টারনেট ব্যবহারহারকারীরা। খবর এনডিটিভির

ভিডিওতে দেখা যায়, জেডি উইলের সঙ্গে তার পাঁচ স্ত্রী আনন্দঘন সময় কাটাচ্ছেন। সবাই মিলে গানের তালে নাচছেন।

অন্য একটি ছবির ক্যাপশনে মিস অ্যাশলেই লিখেছেন, আমাদের সুন্দর পরিবার। আমরা আমাদের সন্তানের বাবাকে ভালোবাসি।

ওই পোস্টে তিনি পাঁচ স্ত্রীর নাম প্রকাশ করেছেন মিস অ্যাশলেই, বনি বি, কে মেরি, জিলিন ভিলা এবং আয়ানলা কালিফা গ্যালেটি।

জেডি উইলের সহকারী ম্যানেজার নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, সমাজ পরিবর্তিত হয়েছে, সেইসঙ্গে আধুনিক সম্পর্কের গতিশীলতাও পরিবর্তিত হয়েছে।

ওই ভিডিওতে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, এমন ঘটনা খুবই বিব্রতকর। আরেকজন লিখেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। এমন হতে পারে না।

ভিডিও লিংক:

https://www.instagram.com/lizzyashmusic/reel/C2OA29rL_b7/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *