ডিসেম্বর ৩০, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
কাতারে ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। গত বৃহস্পতিবার কাতারের একটি আদালত এ রায় দিয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
তবে সর্বোচ্চ সাজা কমিয়ে তাদের কোন দণ্ড দেওয়া হয়েছে, তা জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত অক্টোবরে ওই আট ব্যক্তিকে কাতারের আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে আপিল করা হয়।
কোন অপরাধে ওই আট ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তা কাতার বা ভারত কেউই খোলাসা করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কাতারে থেকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারা আল–দাহরা নামের একটি বেসরকারি কোম্পানির হয়ে কাতারে কর্মরত ছিলেন। গত বছর তাদের গ্রেফতার করা হয়।
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে এ নিয়ে কূটনৈতিকভাবে সোচ্চার ছিল ভারত। বৃহস্পতিবার কাতারের আপিল আদালতে শুনানির সময় ভারতের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্য কর্মকর্তাদের পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।