রোজা শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আমদানি করা ফলের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া হয়ে গেছে। সরবরাহ সংকটের অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, ফলে কেজিপ্রতি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন আমদানি করা ফল। তবে দেশিয় ফলের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে।
পাহাড়ি অর্থনীতিকে এগিয়ে নিতে কাজু ও কফি চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলছে বান্দরবানে। আন্তর্জাতিক বাজারে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের কাজুবাদামের চাহিদা এবং দেশে প্রতি বছর প্রায় ৬০০ কোটি টাকার কফি বিক্রির বাস্তবতায় এই দুটি অর্থকরী ফসল এখন কৃষকদের স্বাবলম্বী করে তুলছে।
গবেষণায় দেখা গেছে, যখন গাছপালা কথা বলে, পোকামাকড় তখন শোনে। ইলাইফ জার্নালে প্রকাশিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, স্ত্রী পতঙ্গরা ডিহাইড্রেটেড টমেটো গাছ থেকে নির্গত সংকেত শনাক্ত করে এবং এই তথ্য ব্যবহার করে তারা ডিম কোথায় পাড়বে তা নির্ধারণ করে। পতঙ্গরা সাধারণত টমেটো গাছে ডিম পাড়ে, পরে ডিম ফুটে তাদের লার্ভাদের জন্য খাদ্য সরবরাহ করে।
নোয়াখালীর শস্যভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলায় আমন ধানের খেতে বেড়েছে বাদামি গাছফড়িংয়ের উপদ্রব। ধান পাকার মুহূর্তে এই পোকার উপদ্রবে নষ্ট হচ্ছে খেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এ অবস্থায় কৃষকদের কেউ কেউ পুরোপুরি পাকার আগেই কেটে ফেলছেন ধান, কেউ আবার কীটনাশক ছিটিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন।