ন্যানসি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিকনতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক
গল্পটা হুমায়ূন আহমেদের জীবন থেকে প্রেরণা নিয়ে লেখা। এক তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে হুমায়ূন আহমেদের মতো লেখক হতে চায়। এরপর ‘দরিদ্রতার স্বাদ’ নিয়ে সে এক ভাড়া বাসায় ওঠে। সেখানে এক তরুণী তাকে পছন্দ করে। এরপর নানা ঘটনা ঘটতে থাকে।
মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন ক্যাটরিনা। এর কিছুদিন পরই লন্ডনভিত্তিক নির্মাতা কাইজাদ গুস্তাবের চোখে পড়েন। তাঁর পরিচালনায় ২০০৩ সালে ‘বুম’ সিনেমায় সুযোগ পান ক্যাটরিনা। এ সিনেমায় ছিলেন অমিতাভ বচ্চনও