ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রামীণ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রাণবন্ত অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার (১৫ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন নিশ্চিত করেছেন।
আজ রোববার রাত আড়াইটার দিকেজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোলবোমা' নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক কর্মীরা জানায়, মধ্যরাতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ৭-৮ জন যুবক অতর্কিতভাবে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
রিশালে ছাত্র-শ্রমিক সংঘর্ষ ও বাস ভাঙচুরের প্রতিবাদে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতের কিছুক্ষণ পর কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ঘটনায় কেউ হতাহত না হলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের পার্কিং এলাকায় দাঁড়ানো অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ মহাসড়কের কয়েকটি স্থানে তারা গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুর জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার বিকেলে মানিকছড়ি তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
শনিবার বিকেলে বগুড়া সদরের পীরগাছা বন্দরে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে এই চারজনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বরখাস্তের এই সংখ্যাটা আরও বাড়বে। আরও কারা দায়িত্বে অবহেলা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।
সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে থাকা চালক লাফিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার জেরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত সোয়া ৯টা পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকে।