৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষা ২ মাসে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার (১৬ নভেম্বর) প্রতীকী মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন রাত ১০টার পর ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের স্বাধীন সময় কাটানোর পরিসর সীমিত হওয়ায় এ সিদ্ধান্তে ছাত্রসমাজে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিন্ডিকেটের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি বা রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর আগামীকাল রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তপশিল ঘোষণার কথা জানিয়েছেন উপাচার্য ড. এএম সারওয়ার চৌধুরী। আজ শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন ১৭ ডিসেম্বর হবে।
রাজনৈতিক বড় দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে মন্তব্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিদ্যমান বিভিন্ন আইন থেকে ‘রিসাইন’ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ নিয়ে নানা হাস্যরসের আশ্রয় নিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বর্তমানে তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সিনেট ভবনে প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে শুরু হয় এই সম্মেলন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এডুকেশন ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ৪০৩ নং কক্ষে কেক কেটে সেন্টারের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ), শি-স্টেম (SheSTEM) ও রাজশাহী নভোথিয়েটারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’-এর প্রথম কোহর্টের কার্যক্রম শেষ হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নভোথিয়েটারের মাল্টিপারপাস হলে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এক মাসব্যাপী এ ইন্টার্নশিপ কর্মসূচির সমাপ্তি ঘটে।
পুরুষ শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীরা উপাচার্যের (ভিসি) বাংলোর সামনে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে নিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা।
ক্যাম্পাসে ‘নিষিদ্ধ ছাত্রলীগে’র সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি” শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স। এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।
ভীর রাতে ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হলে অবস্থান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। তিনি বলেন, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হলে থাকতে পারেননি, কিন্তু ছাত্রলীগের নেতারা নির্বিঘ্নে হলে থেকেছেন ও রাজনীতি করেছেন।