| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, স্থবির যান চলাচল

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 28012 বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, স্থবির যান চলাচল

বরিশাল প্রতিনিধি: শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ মহাসড়কের কয়েকটি স্থানে তারা গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

এদিকে সড়ক স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। ডাসার ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদার বলেন, খবর পাওয়ার পরই ভোর থেকে পুলিশকে সঙ্গে নিয়ে আমরা গাছের গুড়ি সরানোর কাজ চালিয়ে যাচ্ছি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪