বরিশাল প্রতিনিধি: হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের ঘোষের চর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াতের জেলা ইউনিট সদস্য মো. জামাল উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, গুয়াবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু ও ইউনিয়ন সেক্রেটরী মাওলানা আবুল বাশার, ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, মাওলানা হেলাল উদ্দিন, মো. সোলায়মান কবির, আ. সাত্তার সোহেল ও সৈয়দ ফয়সাল মাসুদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব