ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া দক্ষিণ শেনিহারী জামাদারপাড়া গ্রামে মানসিক অবসাদে ভুগে বিষপান করে আলেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) ভোরে কীটনাশক পান করার পর তাকে স্বজনরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলেয়া বেগম ওই এলাকার ইয়াকুব আলীর স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, আলেয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন—রেললাইনে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে গলায় ফাঁস লাগানো পর্যন্ত। সেসব চেষ্টায় প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা পাননি তিনি। মঙ্গলবার ভোরে ঘরে রাখা ফসলি জমির কীটনাশক পান করেন। পরে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন বলেন, “রোগী হাসপাতালে আনার আগেই শরীরে বিষের প্রভাব ছড়িয়ে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দেরিতে আনার কারণে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।”
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, এ ঘটনায় রুহিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স ২৪/প্রীতিলতা