| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরুখ ছাড়া জাতীয় পর্যায়ের পুরস্কার পেলেন কারা?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:২৩:০০:পূর্বাহ্ন  |  509590 বার পঠিত
শাহরুখ ছাড়া জাতীয় পর্যায়ের পুরস্কার পেলেন কারা?
ছবির ক্যাপশন: শাহরুখ খান -রানি মুখার্জি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

তিন দশক পর প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন চলচ্চিত্রশিল্পী গ্রহণ করেছেন জাতীয় পর্যায়ের মুকুট।  

মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এ বছর ‘জাওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। পুরস্কার পাওয়ার সময় দর্শকদের দিকে তাকিয়ে ভালোবাসার নিদর্শন হিসেবে ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ, যা দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

একই বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি তার প্রশংসিত ছবি ‘টুয়েলভথ ফেল’-এর জন্য এই সম্মাননা অর্জন করেন। সিনেমাটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

এছাড়াও, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানি মুখার্জি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। এটি একজন ভারতীয় মায়ের গল্প, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি দেশের সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছিলেন।

গত আগস্টে যখন পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন তিনি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

অভিনেত্রী বলেছিলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার হতে যাচ্ছে।’

এদিকে, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪