| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:৫৫:৩০:অপরাহ্ন  |  508810 বার পঠিত
চাঁদপুরে কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই রান্নাঘরটি। সকালে মেকানিক রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে যায়। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পায় ও মোটরের পাশে কঙ্কাল মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে । 

মেকানিক সুজন জানায়, মোটর নষ্ট হয়ে গেছে আমাকে কলেজ শিক্ষক জিন্নাহ স্যার খবর দিলে আমি মোটর মেরামত করতে আসি। মরদেহটি দেখে কলেজ শিক্ষক মো: জিন্নাহ স্যারকে জানাই। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদসহ পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। মরদেহটি কঙ্কালে পরিনত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪