| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি’র ছাত্র জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৮:৫৩:৪১:পূর্বাহ্ন  |  397103 বার পঠিত
জবি’র ছাত্র জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জোবায়েদ এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। সোমবার (২০ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, “আমাদের নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল জোবায়েদ। তাকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে দেখা গেছে। সাহসী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে দুষ্কৃতকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা দৃঢ় কণ্ঠে দাবি করছি, জোবায়েদ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং হত্যাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যা করে এক সম্ভাবনাময় তরুণের জীবন অকালেই থামিয়ে দেওয়া হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”

সাবেক সরকারি প্রধান শিক্ষক বাবু শিমুলচন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, চরজুব্বার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লা আল আরিফ, তাঁর সহপাঠী ইফতেখার আহমেদ খালেদ, মুহিব উল্যাহ মুহিব। এছাড়া শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন।

জোবায়েদ সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসির প্রাক্তন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪